প্রকাশিত: Sat, Aug 5, 2023 9:03 PM
আপডেট: Tue, Jan 27, 2026 10:11 PM

[১]শহীদ শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত

অর্ক হিরণ¥য়: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি উদ্ধোধনী খাম প্রকাশ করেছেন। সূত্র: বাসস

[৩] প্রধানমন্ত্রী সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট, ৪০ টাকার তিনটি স্ট্যাম্প, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটা কার্ড সম্বলিত একটি স্যুভেনির শিট উন্মোচন করেন।

এ উপলক্ষে শেখ হাসিনা একটি বিশেষ সীলমোহরও ব্যবহার করেন।

[৪] ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ অনুষ্টানে উপস্থিত ছিলেন। 

[৫] ডাক টিকিট এবং উদ্বোধনী খাম শনিবার ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হয়েছে। সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরগুলোতেও এই টিকিট ও খাম পাওয়া যাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব